উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার কারণ ও প্রতিকার
আজকের আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনি জানতে পারবেন মোবাইল হটস্পট কেন বন্ধ হয়ে যায় এবং এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন। আপনার ল্যাপটপ বা পিসিতে মোবাইল হটস্পট সচল রাখতে এবং অপ্রত্যাশিতভাবে বন্ধ হওয়ার ঠেকাতে আমাদের বিশ্লেষণ গুলো অনুসরণ করুন। যা আপনাকে নির্বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ নিশ্চিত করতে সাহায্য করবে। তাই শেষ পর্যন্ত পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
পোস্ট সূচিপত্রঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার কারণ প্রতিকার
- উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার কারণ প্রতিকার
- পাওয়ার সেভিং মোড অন থাকার কারণে হটস্পট বন্ধ
- উইন্ডোজ আপডেট না থাকার কারণে মোবাইল হটস্পট বন্ধ
- নেটওয়ার্ক কানেকশন এর সমস্যা থাকার জন্য হটস্পট বন্ধ
- নেটওয়ার্ক ড্রাইভার না থাকার কারণে মোবাইল হটস্পট বন্ধ
- এন্টিভাইরাস সফটওয়্যার এর কারণে মোবাইল হটস্পট বন্ধ
- উইন্ডোজের বিভিন্ন বাগের কারণে হটস্পট বন্ধ হতে পারে
- থার্ড পার্টি সফটওয়্যার এর কারণে মোবাইল হটস্পট বন্ধ
- নেটওয়ার্ক এডাপ্টার ড্রাইভার এর কারণে হটস্পট বন্ধ
- টাইম আউট সীমার কারণে হটস্পট বন্ধ হয়ে যাওয়া
- ডিভাইস ওভারহিট এর কারণে মোবাইল হটস্পট বন্ধ হওয়া
- শেষ কথাঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার কারণ ও প্রতিকার
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার কারণ প্রতিকার
পাওয়ার সেভিং মোড অন থাকার কারণে হটস্পট বন্ধ
|
- পাওয়ার সেভিং মোট পরিবর্তন করার জন্য প্রথমেই "Control Panel" এ গিয়ে "Power Option" টি ওপেন করুন।
- তারপর যে পাওয়ার প্ল্যান চালু আছে সেটি নির্বাচন করুন, "Change Plan Setting" এক ক্লিক করুন।
- এরপর "Change Advence Power Setting" এ জান সেখানে "wireless Adapter Setting" থেকে "Power Saveing Mode" অপশনটি "Maximum Performance" করে দিন এবং "Save Changes" করে দিন আশা করা যায় এই কাজগুলো করলে আপনার হটস্পট আর বন্ধ হবে না
উইন্ডোজ আপডেট না থাকার কারণে মোবাইল হটস্পট বন্ধ
নেটওয়ার্ক কানেকশন এর সমস্যা থাকার জন্য হটস্পট বন্ধ
নেটওয়ার্ক কানেকশন চেক করার জন্য আপনি প্রথমেই লক্ষ্য করবেন আপনার ব্যবহৃত ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করার জন্য যে বারটি রয়েছে সেটি দেখাচ্ছে কিনা সেখানে যদি ইন্টারনেট কানেকশন ঠিক থাকে তাহলে দেখুন আপনার ইন্টারনেট কানেকশনের স্পিড কেমন আছে। অনেক সময় ইন্টারনেটের স্পিড কম থাকার কারণেও এমন সমস্যা হতে পারে যখন ইন্টারনেটে স্পিরিট ভালো থাকে না তখন অনেক সময় মোবাইল হটস্পট কাজ করে না বা হঠাৎ করেই বন্ধ হয়ে যায়
নেটওয়ার্ক ড্রাইভার না থাকার কারণে মোবাইল হটস্পট বন্ধ
এন্টিভাইরাস সফটওয়্যার এর কারণে মোবাইল হটস্পট বন্ধ
প্রত্যেকটি ডিভাইস যেমন ল্যাপটপ বা কম্পিউটার যখন উইন্ডোজ দেওয়া হয়। তখন এই উইন্ডোজের সাথে একটি বিল্ড ইন ফার্মওয়ার সিস্টেম ইন্সটল করা থাকে। যেটি আপনার ডিভাইসের বিভিন্ন ধরনের ভাইরাসের হাত থেকে রক্ষা করে। কম্পিউটারের বিভিন্ন ফাইল চেক করার মাধ্যমে ভাইরাস শনাক্তকরণ, উইন্ডোজ সিস্টেমের সিকিউরিটি ঠিক রাখা সহ বিভিন্ন ধরনের কাজ করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে অনেকে আবার বাহির থেকে নতুন এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে থাকে। এগুলোর মধ্যে রয়েছে এভাস্ট, আবিরা,ক্যাসপার স্কাই এর মত সফটওয়্যার। অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো অনেক সময় কম্পিউটারের বিভিন্ন অপশন বন্ধ করে রাখে।
এর কারণ হচ্ছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলোর কাজ করার সময় বিভিন্ন ধরনের কাজের জন্য এই অপশনগুলোকে বন্ধ রাখা প্রয়োজন মনে করে। আবার অনেক সময় অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলো মনে করে এ সকল মাধ্যমে কম্পিউটার ঝুঁকির সম্মুখীন হতে পারে। আবার বিভিন্ন ধরনের ভাইরাস এর মাধ্যমে কম্পিউটারের প্রবেশ করতে পারে যে কারণে এই এন্টিভাইরাস সফটওয়্যার গুলো অনেক অপশন সংক্রিয়ভাবে বন্ধ করে দেয়। অনেক সময় এই ধরনের এন্টিভাইরাস সফটওয়্যার গুলো ব্যবহার করার কারণে মোবাইল হটস্পট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়। সে ক্ষেত্রে আপনাকে চেক করতে হবে যে অ্যান্টিভাইরাস সফটওয়্যার আপনার মোবাইল হটস্পট আসলেই বন্ধ করে দিয়েছে কিনা। যদি বন্ধ করে দিয়ে থাকে তাহলে সেই হিসাবে ব্যবস্থা করতে হবে।
উইন্ডোজের বিভিন্ন বাগের কারণে হটস্পট বন্ধ হতে পারে
উইন্ডোজের হটস্পট বন্ধ হয়ে যাওয়ার মধ্যে আরও একটি বড় সমস্যার হচ্ছে উইন্ডোজের বাগ। উইন্ডোজের বাগ হচ্ছে এমন একটি সমস্যা যখন কোন উইন্ডোজ তৈরি করা হয় সেখানে কিছু ঘাটতি থেকেই যায়। যেটির সফটওয়্যার ডেভলপাররা বা উইন্ডোজ মেকাররা ওই সময় খেয়াল করতে পারেনা। এই সমস্ত বাঁকগুলো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। বিভিন্ন কাজে ব্যাঘাত গড়াতে পারে। এর মধ্যে একটি হতে পারে এই হটস্পট বন্ধ হয়ে যাওয়া। তাই এই সমস্যা উইন্ডোজ বাগের কারণেও হতে পারে।
উইন্ডোজের বাগের সমস্যা গুলো আসলে ম্যানুয়াল ভাবে ঠিক করা সম্ভব নয়। এদিকে ঠিক করতে হলে পরবর্তীতে আপডেট দিয়ে ঠিক করতে হয়। সাধারণত ডেভলপাররা পরবর্তীতে আপডেটের মাধ্যমে এই ধরনের সমস্যা গুলো ঠিক করে দিয়ে থাকেন। অর্থাৎ যতদিন উইন্ডোজের পরবর্তীতে কোন আপডেট না আসে ততদিন আপনাকে একটু অপেক্ষা করতে হবে। কারণ আপনি এটি ম্যানুয়াল ভাবে ঠিক করতে পারবেন না। তবে কিছু ক্ষেত্রে এই ধরনের বাক এর সমস্যা খুব দ্রুতই সমাধান পাওয়া যায়। আবার কিছুটা ক্ষেত্রে বেশ কিছুটা সময় লাগতেও পারে। অতঃপর বুঝতেই পারছেন এই ধরনের সমস্যাগুলো হলে কি করতে হবে।
থার্ড পার্টি সফটওয়্যার এর কারণে মোবাইল হটস্পট বন্ধ
আপনার ব্যবহৃত পার্সোনাল ডিভাইস ল্যাপটপ বা কম্পিউটারের থার্ড পার্টি সফটওয়্যার বলতে বোঝাই। যে সফটওয়্যার গুলো আপনার ব্যবহৃত অপারেটিং সিস্টেমের যে নির্মাতা প্রতিষ্ঠান অর্থাৎ আপনি যে উইন্ডোজ ব্যবহার করে থাকেন সেই উইন্ডোজ আর আপনি যদি ম্যাক ব্যবহার করে থাকেন। তবে ম্যাক এই প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার গুলো তৈরি করেনি বরং কোন প্রতিষ্ঠান তা তৈরি করেছে। তাহলে সেগুলোই থার্ড পার্টি সফটওয়্যার। এই ধরনের কোন সফটওয়্যার যদি আপনি পিসি অথবা ল্যাপটপে ইন্সটল করা থাকে তবে বলা যাবে আপনার কম্পিউটারের থার্ড পার্টি সফটওয়্যার ইনস্টল করা আছে।
এই থার্ড পার্টি সফটওয়্যার গুলোর মধ্যে রয়েছে ভিপিএন। বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস সফটওয়্যার সহ বিভিন্ন ধরনের সফটওয়্যার। অনেক সময় এই ভিপিএন ব্যবহার করার কারণে হটস্পট বন্ধ হওয়ার মত সমস্যার সৃষ্টি হতে পারে। যখন আপনি ভিপিএন ব্যাবহার করেন তখন নেটওয়ার্কিং এর জন্য একটি আলাদা রাস্তা তৈরি হয়। বলা যেতে পারে এটি একটি আলাদা জায়গা তৈরি হবে। যে কারণে যখন আপনি ভিপিএন ব্যবহার করেন তখন মোবাইল হটস্পট অপশনটি কাজ করে না। ভিপিএন এর অর্থ হল ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। অর্থাৎ ভার্চুয়ালি যদি আপনি আপনার নিজের জন্য কোন একটা নেটওয়ার্ক স্পেস তৈরি করতে চান তখন আপনি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করে থাকেন।
সাধারণত এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহারের সময় কম্পিউটারের আইপি ঠিকানা পরিবর্তন করে দেই এবং এর সার্ভারও পরিবর্তন করে দেয়। কিন্তু মোবাইল হটস্পট চালানোর জন্য আপনার আইপি এবং সার্ভার যে ক্লায়েন্ট মোবাইল বা কম্পিউটার রয়েছে তার সাথে মিল থাকা লাগবে। কিন্তু এমনটা হয় না। যদি আপনাদের গল্প আকারে বোঝায় তাহলে বলতে হয়, ধরুন আপনি ভিপিএন ব্যবহার করছেন। এমন সময় আপনি যেখানে সার্ভার হিসাবে ব্যবহার করছেন আমেরিকান কোন সার্ভার।
কিন্তু আপনি বাংলাদেশে বসে আছেন। এখন আপনি যখন মোবাইল হটস্পট চালু করবেন তখন, আপনি তো আমেরিকায় আসেন। যদিও সেটি ভার্চুয়াল কিন্তু আপনাকে ভার্চুয়াল আমেরিকাতে নিয়ে যাওয়া হয়েছে। তাহলে আপনি বাংলাদেশের কাউকে কিভাবে হটস্পট দিবেন। হটস্পট তো খুব কাছাকাছি একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাজ করে। যে কারণে এই সমস্যার সৃষ্টি হয়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তাই কখনো যদি মোবাইল হটস্পট সমস্যা সম্মুখীন হন তাহলে ভিপিএন বন্ধ করে দিন। দেখুন সমস্যার সমাধান হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে এভাবে সমস্যার সমাধান হয়ে যায়।
নেটওয়ার্ক এডাপ্টার ড্রাইভার এর কারণে হটস্পট বন্ধ
অনেক সময় নেটওয়ার্ক এডাপ্টার ড্রাইভার এর সমস্যার কারণে ও মোবাইল হটস্পট বন্ধ হয়ে যেতে পারে। নেটওয়ার্ক এডাপ্টার হল ল্যাপটপ বা কম্পিউটারের নেটওয়ার্ক সিস্টেম চালানোর জন্য যে হার্ডওয়ার প্রয়োজন হয় সেটি। অর্থাৎ যে হার্ডওয়ারের মাধ্যমে নেটওয়ার্ক সিস্টেম পরিচালিত হয় তাকে নেটওয়ার্ক এডাপ্টার বলা হয়। নেটওয়ার্ক এডাপ্টার ল্যাপটপের সাথে বিল্ড ইন লাগানো থাকে। কিন্তু পারসোনাল কম্পিউটারে সেদিকে আলাদাভাবে লাগাতে হয়। অনেক সময় নেটওয়ার্ক এডাপটারের সমস্যার কারণে হটস্পট বন্ধ হয়ে যেতে পারে।
নেটওয়ার্ক এডাপটার সমস্যা কিভাবে সমাধান করবেন চলুন তা দেখে নেই। এটি যেহেতু হার্ডওয়ারের সমস্যা সেহেতু সব ক্ষেত্রে নিচে নিজে নিজে সমাধান করা সম্ভব হবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি নিজেই তা করতে পারবেন। যেমন আপনি কম্পিউটারের নেটওয়ার্ক এডাপটার লাগানো আছে কিনা প্রথমে সেটি চেক করে নেবেন। যদি না লাগানো থাকে তবে সেটিকে লাগান। তাহলে সমস্যার সমাধান পাওয়া যেতে পারে। কিন্তু যদি সেখানে লাগানো থাকে এবং তারপরও সমস্যা সম্মুখীন হন তাহলে এডাপটার টি খুলে আবার পুনরায় লাগাবেন। এভাবে অনেক সময় সমাধান হয়ে যেতে পারে।
এরপরও যদি সমাধান না হয় তাহলে আপনি নেটওয়ার্ক এডাপ্টার ডাইভার্ট চেক করতে পারেন। সেটি যদি দেওয়া না থাকে তাহলে সেটি দিয়ে দিলে সমস্যার সমাধান হয়ে যাবে। ল্যাপটপের ক্ষেত্রে নিজে নিজে খুলে নেটওয়ার্ক এডাপটার চেক করার কিছুটা কঠিন কাজ। এক্ষেত্রে আপনি কোন ল্যাপটপের কাস্টমার কেয়ারে নিয়ে গিয়ে অভিজ্ঞতা সম্পন্ন মানুষের কাছে চেক করে নিতে পারেন। আপনার নেটওয়ার্ক ঠিক আছে কিনা। যদি সেটা ঠিক না থাকে তবে সেটা পরিবর্তন করে নিন এর মাধ্যমে আপনার সমস্যার সমাধান করতে পারবেন।
টাইম আউট সীমার কারণে হটস্পট বন্ধ হয়ে যাওয়া
টাইম আউট সীমার কারণে অনেক সময় আপনার হটস্পট বন্ধ হয়ে যেতে পারে। চ চলুন প্রথমেই জেনে নেই টাইমআউট সীমা জিনিসটা আসলে কি? টাইম আউট সীমা বলতে বোঝায়ানো হয় যে ডিভাইস থেকে হটস্পট শেয়ার করা হচ্ছে, সেই ডিভাইস কতক্ষণ সময় আপনাকে ইন্টারনেট ব্যবহারের অনুমতি দেই। ওই সময়কে বলা হয় রানিং টাইম। এই সময় পার হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে হটস্পট সার্ভিস বন্ধ হয়ে যাবে। এই সিস্টেমকে বলা হয় টাইমার আউট সীমা। সাধারণত এই টাইম আউট ব্যবহার করা হয় ব্যবহারকারীদের ইন্টারনেটের ব্যবহারের একটি সীমার মধ্যে রাখার জন্য। চলুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি।
টাইম আউট সীমা সাধারণত প্রয়োজন পড়ে যে কারণে তা এখন আপনাদের মাঝে আলোচনা করব। একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কেন টাইম আউট সীমা ব্যবহার করা হয়। মনে করুন আপনি কাউকে মোবাইল হটস্পট দিয়েছেন। এখন আপনি চাচ্ছেন একটি নির্দিষ্ট সময় সে আপনার হটস্পট ব্যবহার করতে পারবে। তারপরে আর তাকে আপনি হটস্পট ব্যবহার করতে দেবেন না। এখন এই সমস্যার সমাধানের জন্য ব্যবহার করা হয় টাইম আউট সীমা। আপনি যদি একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেন তাহলে সেই সময় পর্যন্তই ব্যবহারকারী আপনার হটস্পট ব্যবহার করতে পারবে। তারপরে স্বয়ংক্রিয়ভাবে এই সেবা বন্ধ হয়ে যাবে যা আপনাকে বন্ধ করা লাগবে না।
আরো পড়ুনঃ সহজে বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
সেটিংস থেকে এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে প্রথমে রেজিস্ট্রি এডিটর খুলতে হবে। এটি খোলার জন্য প্রথমে "Windows" বাটনে চাপুন। এরপর সেখান থেকে সার্চ অপশন আসবে সেখানে টাইপ করুন"regedit" টাইপ করার পর সেখানে "Hkey_Local_Machine" অপশন দেখতে পাবেন। সেটিকে ওপেন করুন, সেখান থেকে "System" ওপেন করুন। সিস্টেম এর মধ্যে "CurrentControllSet" পাবেন, সেটিকে ওপেন করলে "Services" পাবেন, সেটিকে এক্সপার্ট করলে "SharedAccess" অপশন পাবেন।
এই "SharedAccess" অপশন কে এক্সপার্ট করলে "Parameters" পাবেন এই প্যারামিটার অপশন এর ওপরে মাউসের কার্সর নিয়ে গিয়ে আপনি রাইট বাটনে ক্লিক করলে "New" অপশন আসবে। এই নিউ অপশন থেকে "Dword (32) Value" নির্বাচন করুন। এটিএম করুন এবং এর নাম দিন "DisableTetheringTaskMode" যাতে অটো শাটডাউন না হয়ে যায় সেজন্য এর মানটি 1 সেট করুন। এভাবেই সবগুলো ঠিকমতো করতে পারলে আশা করা যায় আপনার হটস্পট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাবেন
ডিভাইস ওভারহিট এর কারণে মোবাইল হটস্পট বন্ধ হওয়া
ডিভাইস ওভার হিট হওয়ার কারণে অনেক সময় অনেক সফটওয়্যার কাজ করা বন্ধ করে দিতে পারে। ডিভাইস ওভারহিট বলতে বোঝায় অনেক সময় কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করার সময় ল্যাপটপ অথবা কম্পিউটার অত্যন্ত অধিক পরিমাণে গরম হয়ে যায়। এই অধিক পরিমাণে গরম হয়ে যাওয়াকে ডিভাইস ওভারহেড বলা হয়। বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে। যেমন আপনি অনেকক্ষণ যদি ডিভাইস ব্যবহার করে থাকেন তাহলে আপনার ডিভাইস অনেক গরম হয়ে যেতে পারে। এছাড়া আপনার ডিভাইসের কুলিং সিস্টেম যদি ঠিকঠাক কাজ না করে তাহলেও এই ধরনের ওভারহিটের সমস্যায় করতে পারেন।
আবার আপনার সিপিইউ এর উপরে যে কুলিং পেজ লাগানো থাকে এই কুলিং ফেস্ট শুকিয়ে যাওয়ার কারণেও আপনার ডিভাইস অত্যন্ত অধিক পরিমাণে গরম হতে পারে। যে কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। এই সমস্যার মধ্যে হটস্পট বন্ধ হয়ে যাওয়ার সমস্যা অন্তর্ভুক্ত। ডিভাইস ওভার হিট হলে কি সমস্যা হয়? যখন আপনার ডিভাইস গরম হয়ে যায় তখন স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম আপনার ডিভাইস সঠিকভাবে করতে পারে না। একটি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করি তাহলে বোঝানোর চেষ্টা আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন, মানুষের মাথা মানুষকে পরিচালনা করে। কোন কারণে ধরুন আপনার মাথা অনেক গরম হয়ে গেছে। তখন কিন্তু আপনি আর স্বাভাবিক অবস্থায় কাজ করতে পারবেন না। ডিভাইসের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটে।
ডিভাইসের মূল কার্যক্রম যেখান থেকে পরিচালিত হয় সেই জায়গা গরম হয়ে গেলে কেউ আর ঠিকঠাক মতো কাজ করতে পারেনা। এক্ষেত্রে অনেক সময় অধিক পরিমাণে গরম হয়ে যাওয়ার কারণে উইন্ডোজ টেনের মোবাইল হটস্পট বন্ধ হয়ে যায়। এই সমস্যার সমাধানের জন্য আপনার ডিভাইস গরম হওয়া থেকে রক্ষা করতে হবে। এজন্য আপনি যদি অনেক সময় ধরে ডিভাইস চালিয়ে থাকেন তবে কিছুক্ষণের জন্য বন্ধ করে তারপরে আবার চালু করুন। আপনার কুলিং সিস্টেম ঠিক না থাকলে কুলিং সিস্টেম ঠিক করে নিতে পারেন। অথবা যদি আপনার সিপিইউ এর উপরে কুলিং পেস্ট শুকিয়ে যায়, তাহলে আপনি ফার্মাল পেস্ট কিনে আবার পুনরায় লাগিয়ে নিতে পারেন। তাহলে আপনার ডিভাইস অনেক বেশি ঠান্ডা থাকবে এবং আশা করা যায় মোবাইল হটস্পট সমস্যার সমাধান হয়ে যাবে।
শেষ কথাঃ উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার কারণ ও প্রতিকার
উইন্ডোজ ১০ মোবাইল হটস্পট বন্ধ হওয়ার সমস্যার সহ সমাধান গুলো আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি এই পোস্টটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়ে থাকেন। তাহলে বুঝতে পারবেন কিভাবে মোবাইল হটস্পট বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করা যায়। এই হটস্পট বন্ধ হয়ে যায় তা আজকের আর্টিকেলের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং তার সমাধান তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এই আর্টিকেলটি আলোচিত প্রতি ব্যবহার করলে উপরোক্ত সমস্যার সমাধান খুব সহজেই করা যাবে।
বর্তমান সময়ে আমরা বেশিরভাগ মানুষ কম্পিউটার ব্যবহার করে থাকি। যেহেতু বর্তমানে আমরা সবাই আপডেট অপারেটিং সিস্টেম ব্যবহার করার চেষ্টা করি সেহেতু আপডেট অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে উইন্ডোজ ১০ অন্যতম। এই অপারেটিং সিস্টেমের একটি বহুল ব্যবহৃত সিস্টেম হলো মোবাইল হটস্পট। এই সমস্যার সমাধানের জন্য জরুরি অবস্থার কথা বিবেচনা করে এই আর্টিকেলটি আপনাদের সমাধানের জন্য প্রকাশ করা হয়েছে। এছাড়া উইন্ডোজ টেন মোবাইল হটস্পট বন্ধ হওয়া সহজ সমাধান
এর সম্পর্কে যে কোন মন্তব্য বা মতামত থাকলে কমেন্ট সেকশনে প্রকাশ করতে পারেন। এতক্ষন আমাদের এই আর্টিকেল ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।। আশা করি আমাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। আপনাদের কাছে আমাদের পোস্টটি শিক্ষামূলক মনে হলে আপনার বন্ধু-বান্ধব প্রিয়জনের সাথে শেয়ার করবেন।











টেকনি টিউব ইনফো'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url