সহজে বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম

সহজে বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম


বাটন ফোনে বিকাশ একাউন্ট খুলতে মাত্র এক মিনিট সময় ব্যয় করে অ্যাকাউন্ট করতে পারবেন আমাদের কাছে স্মার্টফোন থাকার ফলে আমরা বাসায় বসে অ্যাপ ব্যবহার করে খুব সহজেই বিকাশ একাউন্ট খুলতে পারি | কিন্তু যারা গ্রাম অঞ্চলে থাকে তাদের কাছে স্মার্টফোন ও ইন্টারনেট না থাকার ফলে তারা বুঝতে পারেন না ঠিক কিভাবে বাটন ফোনে একাউন্ট খোলা যায় | আজ আমরা খুব সহজে আপনাদেরকে শিখিয়ে দিব ঠিক কিভাবে কোথায় গিয়ে খুব সহজেই এক মিনিট ব্যয় করে একাউন্ট খুলে নিতে পারবেন

পেজ সূচিপত্রঃ সহজে বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম


বিকাশ একাউন্ট খুলতে যেই সমস্ত বিষয় আপনাকে জানতে হবে

  • আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে
  • আপনাকে নিশ্চিত হতে হবে আপনার বয়স ১৮ বছর হয়েছে কিনা
  • আপনার বয়স যদি ১৮ বছর হয়ে থাকে তাহলে আপনার এন আই ডি কার্ড লাগবে 
  • আপনার বয়স যদি ১৮ বছরের কম হয়ে থাকে  তাহলে আপনার জন্ম নিবন্ধনের কার্ডটি লাগবে
  • এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে
  • আপনার একটি সচল মোবাইল ফোন লাগবে
  • বাংলাদেশের যে কোন সিম অপারেটর যেমন রবি গ্রামীন বাংলালিংক টেলিটক এয়ারটেল এর একটি সচল সিম লাগবে যেটাতে বিকাশ একাউন্ট  কখনো খোলা হয়নি 

বিকাশ এজেন্ট এর কাছে গিয়ে যেভাবে অ্যাকাউন্ট করবেন


এই সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনার নিকটস্থ বিকাশ এজেন্টের দোকানে যাবেন বিকাশ এজেন্ট আপনাকে একটি ফরম পূরণ করতে বলবে জাতীয় পরিচয় পত্রের সাথে মিল রেখে সমস্ত তথ্য পূরণ করে দিবেন ফরম পূরণ হয়ে গেলে এজেন্ট আপনার ফোনে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করে দিবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে বিকাশ লিমিট থেকে একটি মেসেজ করা হবে এবং আপনাকে একটি পিন সেট করতে বলা হবে আপনি ৫ ডিজিটের একটি পিন সেট করে দিবেন তাহলেই আপনার বিকাশ একাউন্ট করা সম্পূর্ণ হয়ে যাবে এখন আপনার বিকাশ একাউন্ট দিয়ে আপনার পছন্দ মত লেনদেন করতে পারবেন

সেন্ট মানি (Send Money) এই অপশন থেকে যেভাবে টাকা পাঠাবেন

  • আপনার ফোনের  ডালপ্যাড গিয়ে *247# লিখে ডায়াল করুন
  • এখন আপনার ফোনে দেখতে পাচ্ছেন বিকাশে সমস্ত অপশন চালু হয়ে গেছে 
  • ১ নাম্বার অপশন সিলেক্ট করুন কি দেখতে পাচ্ছেন? অবশ্যই Enter Receiver Bkash Account No ইংরেজিতে  দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখানে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি দিতে হবে 
  • নাম্বারটি দেয়া হয়ে গেলে সেন্ড  বাটনে প্রেস করুন 
  • এখানে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন তার এমাউন্ট লিখতে হবে লিখা হয়ে গেলে সেন্ট বাটনে প্রেস করুন 
  • এখন আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার চাইবেন এখানে আপনি যে কোন একটি সংখ্যা দিয়ে দিবেন তারপর সেন্ট বাটনের প্রেস করুন 
  • এই জায়গায় আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন কোন নাম্বারে টাকা পাঠাচ্ছেন কত টাকা পাঠাচ্ছেন আপনি তা চেক করে নিতে পারবেন পিন নাম্বার দিয়ে সেন বাটনে প্রেস করলেই সেই নাম্বারে টাকা সেন্ড হয়ে যাবে

Send Money To Non-Bkash User এই অপশন থেকে বিকাশ একাউন্ট খোলা নেই এমন নাম্বারে টাকা পাঠাতে পারবেন

  • আপনার ফোনের  ডালপ্যাড গিয়ে *247# লিখে ডায়াল করুন
  • এখন আপনার ফোনে দেখতে পাচ্ছেন বিকাশে সমস্ত অপশন চালু হয়ে গেছে 
  • ২ নাম্বার অপশন সিলেক্ট করুন কি দেখতে পাচ্ছেন? অবশ্যই ইংরেজিতে Enter Receiver No দেখতে পাচ্ছেন হ্যাঁ এইখানে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছেন সেই নাম্বারটি দিতে হবে 
  • নাম্বারটি দেয়া হয়ে গেলে সেন্ড  বাটনে প্রেস করুন 
  • এখানে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন তার এমাউন্ট লিখতে হবে লিখা হয়ে গেলে সেন্ট বাটনে প্রেস করুন 
  • এখন আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার চাইবেন এখানে আপনি যে কোন একটি সংখ্যা দিয়ে দিবেন তারপর সেন্ট বাটনের প্রেস করুন 
  • এই জায়গায় আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন কোন নাম্বারে টাকা পাঠাচ্ছেন কত টাকা পাঠাচ্ছেন আপনি তা চেক করে নিতে পারবেন পিন নাম্বার দিয়ে সেন বাটনে প্রেস করলেই সেই নাম্বারে টাকা সেন্ড হয়ে যাবে
  • আপনি সেন্ট মানি থেকে যেভাবে টাকা পাঠিয়েছেন সবকিছু একই রকম শুধু পার্থক্য হলো যেই নাম্বারে বিকাশ একাউন্ট খোলা নেই সেই নাম্বারেও টাকা পাঠাতে পারবেন

মোবাইল রিচার্জ (Mobile Recharge) আপনার অ্যাকাউন্ট থেকে যেভাবে মোবাইলে রিচার্জ করবেন

  • আপনার ফোনের  ডালপ্যাড গিয়ে *247# লিখে ডায়াল করুন
  • এখন আপনার ফোনে দেখতে পাচ্ছেন বিকাশে সমস্ত অপশন চালু হয়ে গেছে 
  • ৩ নাম্বার অপশন সিলেক্ট করুন কি দেখতে পাচ্ছেন? বাংলাদেশের সকল সিম অপারেটরের নামগুলো দেখতে পাচ্ছেন তাই না হ্যাঁ এখানে  এখানে আপনি যে নাম্বারে মোবাইল রিচার্জ করতে চাচ্ছেন সেই নাম্বারটি কোন অপারেটর আন্ডারে আছে সেইটি সিলেট করতে হবে সিলেট করা হয়ে গেলে আবার পুনরায় সেন্ড বাটনে প্রেস করুন
  • এখন আপনার কাছে রিচার্জ করার জন্য বেশ কিছু অপশন চালু হয়ে গেছে আপনার পছন্দ অনুযায়ী সুবিধা মত অপশন গুলো থেকে রিচার্জ করতে পারেন তবে আপনি যদি মোবাইল রিচার্জ করতে চান তাহলে আপনাকে প্রথম অপশন থেকে রিচার্জ করতে হবে Prepaid অপশনটি সিলেক্ট করে সেন্ড বাটনে প্রেস করুন
  • এখানে আপনি দুইটি অপশন দেখতে পাবেন প্রথমটি হল Own Number এই অপশন থেকে আপনি যে নাম্বার ব্যবহার করে বিকাশ একাউন্ট খুলেছিলেন সেই নাম্বারে রিচার্জ করতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে Enter Other Number এই অপশন ব্যবহার করে আপনি যে কোন মোবাইল নাম্বারে রিচার্জ করতে পারবেন

পেমেন্ট (Payment) বিকাশ একাউন্ট থেকে যেভাবে পেমেন্ট করবেন

  • আপনার ফোনের  ডালপ্যাড গিয়ে *247# লিখে ডায়াল করুন
  • এখন আপনার ফোনে দেখতে পাচ্ছেন বিকাশে সমস্ত অপশন চালু হয়ে গেছে 
  • ৪ নাম্বার অপশন সিলেক্ট করুন কি দেখতে পাচ্ছেন? Enter Merchant Bkash Account No হ্যাঁ এখানে আপনি যেই নাম্বারে পেমেন্ট করতে চাচ্ছেন নাম্বারটি দিতে হবে নাম্বার দেয়া হয়ে গেলে সিম বাটনে প্রেস করুন
  • Enter Amount  আপনি কত টাকা পেমেন্ট করতে চাচ্ছেন তা লিখুন
  • Enter Reference এইখানে যে নাম্বারে পেমেন্ট করছেন তাদের কোন কিছু নোট থাকলে দিতে পারেন অথবা যেকোনো একটি নাম্বার দিতে পারেন দেয়া হয়ে গেলে সেন্ট বাটনে প্রেস করুন
  • এই জায়গায় আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন কোন নাম্বারে পেমেন্ট করছেন কত টাকা পেমেন্ট করছেন আপনি তা চেক করে নিতে পারবেন পিন নাম্বার দিয়ে সেন বাটনে প্রেস করলেই সেই নাম্বারে পেমেন্ট হয়ে যাবে

ক্যাশ আউট (Cash Out) আপনার অ্যাকাউন্ট থেকে টাকা যেভাবে তুলবেন

  • আপনার ফোনের  ডালপ্যাড গিয়ে *247# লিখে ডায়াল করুন
  • এখন আপনার ফোনে দেখতে পাচ্ছেন বিকাশে সমস্ত অপশন চালু হয়ে গেছে 
  • ৫ নাম্বার অপশন সিলেক্ট করুন কি দেখতে পাচ্ছেন? From Agent এই অপশন থেকে আপনি যে কোন পিকআপ এজেন্ট থেকে টাকা তুলতে পারবেন From Agent সিলেক্ট করুন Enter Bkash Account No এই জায়গায় বিকাশ এজেন্টের নাম্বারটি দিন তারপরে সেন বাটনে প্রেস করুন 
  • এখানে আপনি কত টাকা তুলতে চাচ্ছেন তার এমাউন্ট লিখতে হবে লিখা হয়ে গেলে সেন্ট বাটনে প্রেস করুন 
  • এই জায়গায় আপনি আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন কোন নাম্বারে ক্যাশ আউট করছেন কত টাকা করছেন আপনি তা চেক করে নিতে পারবেন পিন নাম্বার দিয়ে সেন বাটনে প্রেস করলেই সেই নাম্বারে ক্যাশ আউট হয়ে যাবে

পে বিল (Pay Bill) বিকাশ একাউন্ট ব্যবহার করে সমস্ত বিল যেভাবে দিবেন


আপনার ফোনের  ডালপ্যাড গিয়ে *247# লিখে ডায়াল করুন এখন আপনার ফোনে দেখতে পাচ্ছেন বিকাশে সমস্ত অপশন চালু হয়ে গেছে 

৬ নাম্বার অপশন সিলেক্ট করুন কি দেখতে পাচ্ছেন? বিদ্যুৎ বিল দেয়ার জন্য সমস্ত অপশন চালু হয়ে গেছে এখান থেকে আপনি বিদ্যুতের পিপ্রেড পোস্টপেইড ,গ্যাস ,পানি ,ইন্টারনেট ,ফোন বিল, টিভি, সিটি সার্ভিস ,এডুকেশন সমস্ত বিল পে করতে পারবেন


বিদ্যুৎ বিল ( প্রিপেইড ) 

Electrricity (prepaid) যে সকল মিটারে টাকা রিচার্জ করতে হয় সে সকল মিটার কে প্রিপেইড মিটার বলা হয় প্রিপেইড মিটারে কিভাবে বিকাশ একাউন্ট ব্যবহার করে রিচার্জ করবেন চলুন জেনে নেওয়া যাক 

Electrricity (prepaid) অপশন সিলেক্ট করুন প্রিপারেট মিটারের আন্ডারে যতগুলো কোম্পানি আছে সবগুলোর লিস্ট দেখতে পাচ্ছেন আপনি যেই কোম্পানির গ্রাহক সেইটা সিলেক্ট করুন যেমন আপনি পল্লী বিদ্যুৎ এর গ্রাহক Pali Bidyut এই অপশনে ক্লিক করুন এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন Make Payment ক্লিক করে সেন্ড বাটনে ক্লিক করুন এইখানে আরো দুটি অপশন দেখতে পাচ্ছেন Input Meter Number সিলেক্ট করুন এইখানে আপনার মিটার নাম্বারটি দিন মিটার নাম্বার দেয়া হয়ে গেলে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন অ্যামাউন্ট লিখুন এমাউন্ট লেখা হয়ে গেলে আপনার বিকাশ পিন নাম্বারটি দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন তাহলে আপনার প্রিপেইড মিটারে রিচার্জ হয়ে যাব

আমার বিকাশ (My Bkash)  ব্যালেন্স চেক কিভাবে করবেন

  • আপনার ফোনের  ডালপ্যাড গিয়ে *247# লিখে ডায়াল করুন
  • এখন আপনার ফোনে দেখতে পাচ্ছেন বিকাশে সমস্ত অপশন চালু হয়ে গেছে 
  • ৯ নাম্বার অপশন সিলেক্ট করুন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রথম অপশনটি Check Balance সিলেক্ট করুন Enter Pin আপনার পিন নাম্বারটি দিয়ে সেন্ড বাটনে ক্লিক করুন তাহলে আপনার একাউন্টে কত টাকা আছে তা দেখতে পাবেন

Reset Pin পিন ভুলে যেভাবে নতুন পিন সেট করবেন

  • আপনার ফোনের  ডালপ্যাড গিয়ে *247# লিখে ডায়াল করুন
  • এখন আপনার ফোনে দেখতে পাচ্ছেন বিকাশে সমস্ত অপশন চালু হয়ে গেছে 
  • ১০  নাম্বার অপশন সিলেক্ট করুন যে এন আই ডি  দিয়ে বিকাশ একাউন্ট খুলেছেন সেই এন আই ডি নাম্বারটি দিন। দেওয়ার পর সেন্ট বাটনে ক্লিক করুন। এরপর আপনার জন্মতারিখ বছর চাইবে সেটি দিয়ে সেন্ট বাটনে ক্লিক করুন। এখন আপনি গত ১৫ দিনে যে লেনদেন করেছেন তা একটি উল্লেখ করে সেন্ট বাটনে ক্লিক করুন। এরপর বিকাস লিমিটেড থেকে আপনাকে মেসেজ করা হবে সেখানে আপনি পিন রিসেট করতে পারবেন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

টেকনি টিউব ইনফো'র নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url